ATK MB-Odisha FC: আজ শনিবার সন্ধ্যায় যুবভারতীতে ওডিশার (Odisha FC) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যেখানে প্লে-অফের প্রথম ধাপ অতিক্রম করাই মূল লক্ষ্য দুই দলের। তবে অতীতের পরিসংখ্যান বলছে, ধারে ভারে কিছুটা হলেও এগিয়ে বাগান শিবির। বলা যায়, লিগ টেবিলের ছয় নম্বরে থাকা দলের বিরুদ্ধে আজ মাঠে নামছে লিগ টেবিলের থার্ডবয়। তবুও আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ হুয়ান ফেরেন্দো। খাতায় কলমে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ কে হালকাভাবে নিতে নারাজ তিনি।
খাতায় কলমে প্রতিপক্ষ যেমনই হোক না কেন, বহু অঘটন দেখা দিয়েছে এবারের আইএসএলে। গতবছর লিগ টেবিলের শেষে থাকা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হয়েছিল এটিকে মোহনবাগান কে। যা চমকে দিয়েছিল সমর্থকদের। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই এবার বাড়তি সাবধানী ফেরেন্দো। তাই আজ অতিরিক্ত সময়ে খেলা নিয়ে যেতে নারাজ কোচ সহ ফুটবলাররা। নির্ধারিত ৯০ মিনিটেই ম্যাচ পকেটে পুরতে চায় বাগান শিবির।
এই নিয়েই গত শুক্রবার সাংবাদিক বৈঠক করেন কোচ ফেরেন্দো। তিনি বলেন, অতিরিক্ত সময়ে পর্যন্ত খেলা চললে সেক্ষেত্রে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন তিনি। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের মধ্যে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে এটিকে মোহনবাগান। পাশাপাশি দলের চমক প্রসঙ্গে তিনি আরো বলেন, এটি নকআউট ম্যাচ হলেও মূলত একই পরিকল্পনা নিয়েই দল মাঠে নামবে। এক্ষেত্রে খেলোয়াড়দের ব্যাক্তিগত দক্ষতার উপরেই জোড় দিচ্ছেন বাগান কোচ।
তাই আজ শুরু থেকেই যে আক্রমনাত্মক মেজাজে দেখা দেবে বাগান শিবির, তা বলাই চলে। গতকালের প্রেস মিটে এই নিয়ে তিনি বলেন, শুরু থেকেই যখন আমাদের এই ম্যাচ জিততে হবে তখন আক্রমণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন আজ জয় পেলেই সেমিফাইনালের রাস্তা খুলে যাবে আমাদের জন্য। পাশাপাশি চোট আঘাতের প্রসঙ্গে ফেরেন্দো জানান, এখনো পর্যন্ত সমস্ত কিছু ঠিক রয়েছে। এরপরের অনুশীলনে সবাই কে দেখে নিতে হবে। প্রয়োজনে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে গোল সংখ্যা বাড়ানোর দিকেই বাড়তি জোর দিতে চান বাগান কোচ। তার কথায়, এবারের মরশুমে একাধিকবার গোলের সহজ সুযোগ নষ্ট করেছে ফুটবলাররা। একই সমস্যা দেখা দিয়েছে ডার্বি তে। এবার সেই সমস্যা মিটিয়ে সুযোগ বুঝে গোল তুলে নিতে চান কোচ।