অবশেষে সমস্ত জল্পনা আর দাবির অবসান হতে চলেছে৷ বাংলা থেকে ইংরেজ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে ((Stephen Constantine)) বিদায় জানানোর প্রক্রিয়া কার্যত পাকা হয়ে গিয়েছে৷ যে কোন সময় ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) ম্যানেজমেন্টকে পদত্যাগপত্র দিয়ে লন্ডনের উড়ানে চড়তে পারেন স্টিফেন কনস্ট্যান্টাইন৷
সুত্রের খবর, ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচের পদ থেকে স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। সুপার কাপের আগে তাকে বরখাস্ত করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইমামি-ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড ইতিমধ্যে ব্রিটিশ কোচকে অপসারণের বিষয়ে সম্মতি জানিয়ে দিয়েছে৷ মনে করা হচ্ছে, এই সপ্তাহে বোর্ড মিটিংয়ে স্টিফেনের বদলি কোচ নির্বাচিত করা হতে পারে৷
#BREAKING | Stephen Constantine's departure from the post of East Bengal FC's head coach is only a matter of time. It wouldn't be a surprise if he was sacked before the Super Cup. EEB Pvt. Ltd. has already agreed on the removal of the British coach.#EBFC | #TorchBearers | #ISL
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 2, 2023
এদিকে, ইতিমধ্যেই ইংরেজ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ডানহাত বলে পরিচিত ইস্টবেঙ্গল (East Bengal) এফসির সহকারী কোচ থোরহাল্লুর সিগেইরসন (Thórhallur Siggeirsson) বুধবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সুত্রের খবর, এদিন তিনি তার পদত্যাগ পত্র ক্লাব ম্যানেজমেন্টকে পাঠিয়েছেন৷ দলের অন্দরে একরাশ ক্ষোভ।
হেড কোচ স্টিফেন কনস্টান্টাটাইনের পদত্যাগ নিয়ে ঘরে বাইরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে সহকারি কোচের পদ থেকে ইস্তফা দিলেন বুধবার ট্যুইট করে কথা নিজেই জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, সমস্ত সুন্দর মুহুর্ত নিয়ে আমি ইস্টবেঙ্গল ছাড়ছি। আমি অন এবং অফ দ্য ফিল্ডে অনেকগুলো সুন্দর মুহুর্ত পেয়েছি৷ ক্লাব এবং সমর্থকদের জন্য অনেক শুভেচ্ছা।
#BREAKING | East Bengal FC assistant coach Thórhallur Siggeirsson has stepped down from his role today.
"I leave taking with me all the good moments I've experienced on and off the pitch and wish the club and fans all the best."#EBFC | #TorchBearers | #ISL pic.twitter.com/P8Tjwm3my2
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 1, 2023
চলতি মরশুমে আইএসএলে বিপর্যয় দেখা দিয়েছিল। লিগ টেবিলে দশম স্থানে শেষ করেছে লাল হলুদ শিবির৷ দলের বিপর্যয়ের পর বোর্ড মিটিয়ে বসতে চলেছে দল৷ সেখানেই স্টিফেনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য্য হয়েছে তাঁরা৷ মরশুমে ধরাশায়ী দল। ডার্বি হারের পাশাপাশি আইএসএলে ১০ নম্বর স্থানে শেষ করেছে লাল-হলুদ (East Bengal)। এরপর থেকেই কোচ স্টিফেন কনস্টান্টাটাইনকে (Stephen Constantine) নিয়ে দলের অন্দরে এবং বাইরে সংকট তৈরি হয়েছে৷ তাঁর ভাবভঙ্গি নিয়ে সমর্থকদের পাশাপাশি ক্ষুব্ধ খেলোয়াড়রাও৷ তাই এবার কোচকে ছাঁটাইয়ের পথেই হাঁটতে হল ইস্টবেঙ্গল।
#EXCLUSIVE | Namrata Parekh, CEO : "We do not want to be instigated by fake news or speculation. We believe in announcing only after everything is confirmed. We will make some announcements when we are ready. That doesn't mean there isn't work going on behind the scenes……
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 2, 2023