ত্রিপুরার বিধানসভা (Tripura Election 2023) ভোটের গণনায় বিরোধী জোটের সম্মিলিত সরকার গড়ার ইঙ্গিত আসতে শুরু করেছে। উপজাতি ভোটের ক্ষমতায় তিপ্রা মথার কাছে শাসক বিজেপি কচুকাটা। তবে সমতলে বিরোঘী দল সিপিআইএমের সাথে বিজেপির কড়া টক্কর চলছে। বিশ্লেষণে উঠে আসছে,ফলাফলের গতি অনুযায়ী এ রাজ্যে বিরোধী জোটের তুলনায় পিছিয়ে বিজেপি। তেমনই আশঙ্কা ঘোড়া কেনাবেচার।
তিপ্রা মথার অগ্রগতিতে রাজ্যে গণনা পরবর্তী সমীকরণ নিয়ে তীব্র আলোচনা। মনে করা হচ্ছে রাজা প্রদ্যোত বাম -কংগ্রেস জোটের সাথে হাত মেলাতে পারেন।
গণনা ঘিরে কড়া নিরাপত্তা।এদিকে রাত থেকে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। বিজেপি কর্মীকে মারধর করে জখম করার অভিযোগ তিপ্রা মথার বিরুদ্ধে। ফল ঘোষণার মধ্যেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় জারি ১৪৪ ধারা।