রাতে এলো রাজা মশাইয়ের বার্তা। সেই বার্তার পর ত্রিপুরা জুড়ে শোরগোল। রাজা প্রদ্যোত বিক্রম মাণিক্যের একটি অডি়ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। হিন্দিতে দেওয়া সেই বার্তায় রাজামশাই কী এমন বললেন যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল?
বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বের হয়েছে। জাতীয়স্তরের সবকটি সমীক্ষার ত্রিপুরায় ফের বিজেপি সরকার ক্ষমতায় আসছে বলা হয়েছে। এই সমীক্ষার পর ত্রিপুরায় বিজেপি সমর্থকরা বাজি পুড়িয়ে আনন্দ শুরু করেছেন। শুরু হয় রাজনৈতিক হামলা। বেশ কয়েকজন জখম।
এর পরেই তিপ্রা মথা প্রধান রাজা প্রদ্যোত দেববর্মণের একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে। এতে তিনি বলেছেন, যারা হারে তারাই হারার আগে বেশি আওয়াজ করে। এক্সিট পোলের পরিপ্রেক্ষিতে দলীয় নেতা কর্মীদের এমন অডিও বার্তা দিয়েছেন তিনি।
উপজাতিদের নিয়ে এই দলটির প্রধান রাজা নিজে। তিনি এবারের ভোটে সরকার গড়তে কিং মেকার হতে পারেন বলেই বিশ্লেষকরা বলেছেন। তবে জাতীয়স্তরের ভোট পরবর্তী সমীক্ষার বিজেপিকে এগিয়ে রাখা হলেও ত্রিপুরার বেশিরভাগ স্থানীয় সংবাদ মাধ্যমের সমীক্ষা হেঁটেছে উল্টো পথে।