উপনির্বাচনের আগেই চলল গুলি, নিহত কংগ্রেস নেতা

গুলি করে খুন করা হলো কংগ্রেস নেতাকে। রাজনৈতিক কারণেই এই খুন। উপনির্বাচন নিয়ে টানটান পরিস্থিতির মাঝে কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ২৭ ফেব্রুয়ারি…

উপনির্বাচনের আগেই চলল গুলি, নিহত কংগ্রেস নেতা

গুলি করে খুন করা হলো কংগ্রেস নেতাকে। রাজনৈতিক কারণেই এই খুন। উপনির্বাচন নিয়ে টানটান পরিস্থিতির মাঝে কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ২৭ ফেব্রুয়ারি ভোট। এদিকে রক্তাক্ত কংগ্রেস নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিহত কংগ্রেস নেতার নাম রাজকিশোর বাউরি।

Advertisements

২৭ ফেব্রুয়ারি ঝাড়খন্ডের রামগড়ে উপনির্বাচন। ভোটের আগেই প্রকাশ্যে গুলি করে কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় রাজনৈতিক মহল গরম। শনিবার স্খানীয় একটি পেট্রোল পাম্পের সামনে কংগ্রেস নেতা রাজকিশোরকে খুব কাছে থেকে পরপর গুলি করে কয়েকজন। স্খানীয় কয়েকজন দেখেন তিন দুষ্কৃতি বাইকে এসেছিল। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে সবাইকে হুমকি দেয়। ভয়ে কয়েকজন পালিয়ে যান।

Advertisements
   

রামগড় কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। কংগ্রেসের তরফে হামলাকারীদের গ্রেফতারের জন্য দাবি করা হয়েছে।