Tripura Election 2023: ত্রিপুরা জুড়ে শোরগোল ইভিএম কারসাজি করা চেষ্টা চলছে। বিতর্কের জবাবে নির্বাচন কমিশনের দাবি জনতার রায় নিরাপদে রাখা আছে। এই বিতর্কের মাঝে একটি স্ট্রং রুমে জবরদস্তি ঢুকতে গিয়ে ধরা পড়ল তিন বিজেপি কর্মী। তাদের গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আগামী ২মার্চ। দিনটি যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে ছড়াচ্ছে চাপা উত্তেজনা।
তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে রাখা আছে ইভিএম। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ঘোরাটোপে থাকা স্ট্রং রুমে তিন বিজেপি কর্মী জোর করে ঢুকতে গেছিল বলে অভিযোগ। তাদের আটকে দেন বিরোধী দল সিপিএমের প্রতিনিধিরা। শুরু হয় বচসা। ওই তিন যুবক নিজেদের বিজেপি প্রতিনিধি বলে দাবি করে।
তারা জানায় অন্যান্য বিজেপি কর্মীদের জন্য খাবার এনেছে। তবে তাদের সাথে কোনও খাবারের প্যাকেট ছিল না। সন্দেহ গাঢ় হওয়ায় তিন যুবককে ঘিরে নেন সিপিএমের প্রতিনিধিরা। নিরাপত্তারক্ষীরা এসে তাদের পরিচয় জানতে চায়। এরপর অসংলগ্ন কথা বলতে থাকে ওই তিন বিজেপি কর্মী। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করেছে।
নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে জানান, স্ট্রং রুমের নিরাপত্তা জোরদার। ফল ঘোষণার গণনা কেন্দ্রগুলিতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। কাউন্টিং এজেন্টরা পরিচয়পত্র দাখিল করে গণনা টেবিলের সামনে থাকতে পারবেন। কমিশনের ওয়েবসাইটে ফলাফল জানানো হবে।