ATK Mohun Bagan: ডার্বির আগে বুমোসকে নিয়ে সতর্ক মোহনবাগান শিবির

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মাঝমাঠের চালিকা শক্তি যে হুগো বুমোস (Hugo Boumous) সে কথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। এই বিদেশি ফুটবলার এটিকে মোহনবাগানের…

Hugo Boumous

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মাঝমাঠের চালিকা শক্তি যে হুগো বুমোস (Hugo Boumous) সে কথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। এই বিদেশি ফুটবলার এটিকে মোহনবাগানের দলের যে কিরকম গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটা আমরা সকলেই বেশ ভালো ভাবে জানি।হুগো বুমোসের অনুপস্থিতিতে যে কয়েকটি ম‍্যাচ খেলেছে এটিকে মোহনবাগান, সেই সমস্ত ম‍্যাচে দারুণ সমস‍্যার মধ্যে পড়েছে দল। হুগো বুমোস ভালো খেলোয়াড়, তাতে বিশেষ সন্দেহ নেই।কিন্তু তিনি খুবই চোট প্রবন।

Advertisements

আগামী ২৫ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান দল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম‍্যাচে। তারপর প্লে অফের ম‍্যাচে খেলবেন তিনি৷ এমন সমস্ত ম‍্যাচে তাকে যাতে ফিট পাওয়া যায় তাই বুমোসের প্রতি বাড়তি যত্ন নিচ্ছে এটিকে মোহনবাগান টিমের ফিজিওরা।

   

হুগো খেললে একদম আলাদা গতিতে ছোটে এটিকে মোহনবাগান। তাই ডার্বি সহ অন‍্যান‍্য ম‍্যাচ গুলোতে তার সার্ভিস পেতে একপ্রকার মরিয়া সবুজ মেরুন শিবির।

Advertisements

অন্যদিকে, ভারতের ১৯ বছর বয়সী উদীয়মান সেন্টার ব‍্যাকের ফুটবলার রাজ বাসফোরেকে দলে নিচ্ছে এটিকে মোহনবাগান। এমন খবর শোনা যাচ্ছে বেশ কয়েকদিন। অবশ্য এখনও অবধি এই বিষয় কোনও সরাসরি খবর এখনও পাওয়া যায়নি। ময়দান পাড়ায় জোর গুঞ্জন এই রাজ বাসফোরেকে রিজার্ভ দলের জন্য নিতে চলেছে এটিকে মোহনবাগান।

খবর অনুযায়ী ফোর প্লাস ১ চুক্তিতে রাজকে দলে নিচ্ছে এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট।ইতিমধ্যে বেশ কিছু উদীয়মান, প্রতিভাবান তারকা ফুটবলারদের সই করিয়েছে এটিকে মোহনবাগান, সেটা আমরা সকলেই দেখেছি। নিজেদের প্রতিভা দারুণ ভাবে জাহির করার মধ্যে দিয়ে পরবর্তী সময়ে তারা মেলে ধরবেন সিনিয়র দলে, এমনটাই আশা রাখা যায় এখন।