চলো পাল্টাই বলে গত বিধানসভা নির্বাচনে বাম দুর্গ ভেঙেছিল বিজেপি। এবারের নির্বাচনে (Tripura Election 2023) বাম শিবির বলেছে চলো উল্টাই। ভোট হয়ে গেছে। আগরতলার সিংহাসন কে দখল করবে তা নিয়ে দেশ জুড়ে আলোচনা। এদিকে ভোটের পর থেকে শাসক বিজেপির (BJP) একতরফা দাবি, তারাই ফের সরকার গড়ছে।
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা শুক্রবার দাবি করেন বিপুল আসন নিয়ে সরকারে ফিরছে বিজেপি। আর অপসারিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেছেন সুনামি আসছে। তবে বিরোধী শিবির নীরব। সিপিআইএম চুপ। কংগ্রেস চুপ। বাম জোটের নীরবতা নিয়েই রাজ্য জুড়ে চাঞ্চল্য।
নির্বাচন চলাকালীন সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বার্তা দিয়েছিলেন,ভোট লুঠ রুখে দিন। দলবদ্ধভাবে ভোট দিন। ভোটের আগে বাম-কংগ্রেসের বার্তা ছিল রাজ্য থেকে বিজেপির গণতন্ত্র বিরোধী দু:শাসন দূর করে দিন। ভোটের দিন সকাল থেকে দেখা গেছে বাধা কাটিয়ে দলবদ্ধভাবে রাজ্যবাসী ভোট দিয়েছেন। একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার বনাম ভোট লুঠেরাদের সংঘর্ষ হয়। নির্বাচন কমিশনের হিসেব, ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে।
নির্বাচন শেষ হবার পর রাজনৈতিক হিংসা ছড়িয়েছে ত্রিপুরায়। তবে বিরোধী বাম শিবির নীরব। শুক্রবার রাত পর্যন্ত হামলা চলেছে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই হামলা চালাচ্ছে। ভোটের আগে সরকারের পতন নিশ্চিত বলা বাম শিবির ভোটের পর কেন নীরব তা নিয়েই চাঞ্চল্য ছড়াচ্ছে। বিভিন্ন এলাকায় আক্রান্ত বাম সমর্থকদের দেখতে আগরতলায় জিবি হাসপাতালে যান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানিক সরকার বলেন, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। তবে আগরতলার দশরথ দেব ভবন নীরব থাকায় অারও জল্পনা বাড়িয়েছে।