কলকাতার ময়দানে এখন জোর গুঞ্জন লাল-হলুদ শিবির ছাড়তে চলেছেন মরসুমের ‘হিরো’ ক্লেইটন সিলভা (Cleiton Silva)৷ টিমের ছন্নছাড়া পরিস্থিতিতে নিজের অস্তিত্ব বজায় রাখতেই ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চান এই ব্রাজিলিয়ান ফুটবলার৷
তাঁর এই দল ছাড়ার আভাস পেয়েই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের চুক্তিতে সায় দেয়নি ক্লেইটন। চলতি মরশুমে যে অসামান্য ছন্দে আছে ক্লেইটন তার উপর ভিত্তি করে অন্যান্য ক্লাব থেকে চুক্তির প্রস্তাব পাওয়াটাই এখন স্বাভাবিক।
এই মরশুমের আইএসএলের ইস্টবেঙ্গলের সেরা সই ছিল ক্লেইটন সিলভা৷ ৩৬ বছর বয়সী এই ফুটবলার ১৮ ম্যাচে ১২ গোল করে চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় একেবারে প্রথম সারিতে নিজের নাম লিখিয়ে নিয়েছে। বেঙ্গালুরু এফসিতে খেলাকালীন ছন্দপতন হয়েছিল ক্লেইটন৷ তারপর সেই ক্লাবকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে গত মরসুমে ইস্টবেঙ্গলে যোগদান করার পর থেকে নিজের সেটাটা মেলে ধরেছেন তা তাঁর পারফর্মেন্স দেখলেই স্পষ্ট৷
ভারতীয় ফুটবলমহলে এখন জোর গুজন, আগামী মরসুমে ক্লেইটন সিলভাকে দলে নেওয়ার জন্য জোর চেষ্টা চালাতে পারে আইএসএল টুর্নামেন্টের একাধিক দল। সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ময়দানে খবর৷