গত তিন বছরে পিএম পোষণ প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে বিস্তর। এবার তা খতিয়ে দেখতে রাজ্যে আসছে সিএজি অডিটের বিশেষ টিম (CAG team is coming)। অভিযোগ, পিএম পোষণ প্রকল্প অথবা মিড ডে মিলের টাকা সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সেই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে৷ তাই পুরো বিষয়টি খতিয়ে দেখতে এখন আসছে ক্যাগের টিম।
আরও পড়ুন: Mid Day Meal: নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য মিড ডে মিল চালুর দাবি উঠল
সম্প্রতি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখে। ১১ জনের প্রতিনিধি দল রাজ্যজুড়ে মিড ডে মিল সহ স্কুলের পরিকাঠামো ও পড়ুয়াদের অবস্থা খতিয়ে দেখে। সেই রিপোর্ট সম্প্রতি শিক্ষা মন্ত্রকের কাছে জমা পড়েছে। অভিযোগ, কখনও মিড ডে মিলের টাকা অন্যান্য খাতে বরাদ্দ করতে দেখা গেছে৷ আবার কখনও মিড ডে মিলের কর্মচারীদের প্রাপ্য টাকার কম দিতেও দেখা গেছে৷ সেই অভিযোগ পেয়েই রাজ্যে আসছে ক্যাগের টিম।
আরও পড়ুন: Kunal Ghosh: শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘পরামর্শ’ দিলেন কুণাল
নবান্ন সূত্রে খবর, রাজ্যে শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের নিয়েও বৈঠক করবে সিএজি অডিটের এই বিশেষ টিম। সিএজির টিমকে সমস্ত রকম আশ্বাসের কথা জানিয়েছেন রাজ্যের আধিকারিকরা৷ যদিও যে কোনও প্রকল্পের অডিটের বিষয় সাধারণ বলেই মনে করছেন আধিকারিকরা৷
আরও পড়ুন: SSC scam: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-মানিকজোড়ের ষড়যন্ত্র ফাঁস করল ইডি
যদিও কিছুদিন আগেই মিড ডে মিল নিয়ে বিরাট ঘোষণা করে রাজ্য সরকার৷ পড়ুয়াদের খাদ্য তালিকায় যুক্ত হয় মুরগীর মাংস এবং ফল। যদিও বিরোধী দলের তরফে অভিযোগ করা হচ্ছিল, মিড ডে মিলের টাকা বগটুই হত্যায় মৃতদের পরিবারদের হাতেও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগ পেয়েই আসছে ক্যাগের টিম? তা নিয়েও নতুন করে জলঘোলা শুরু হয়েছে।