গুড় বাতাসার হুমকি দেওয়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল এখন গোরু পাচার মামলায় জেলে। তবে তাকেও টেক্কা দিলেন তৃ়ণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর বেলাগাম মন্তব্য,পঞ্চায়েতে শিক কাবাব বানানো হবে।
কামারহাটির বিধায়ক মদন মিত্র একটি দোকানে শিক কাবাবের তীক্ষ্ণ শিকের উপর জড়ানো কাবারের মাংস ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলছেন, পঞ্চায়েত ভোটে তৃণমূলের ছেলেরা শিক কাবাব বানানে। তাঁর এই মন্তব্য তীব্র আলোড়ন ফেলেছে। মদন মিত্র কি ভোট সন্ত্রাসের হুমকি দিলেন, উঠল প্রশ্ন। কারণ, শিক কাবাব বানানো হবে এমন কথা হুমকি বলেই ধরা হয়।
এদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। আর দলীয় বিধায়ক মদন মিত্র বলছেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের ছেলেরা শিক কাবাব বানাবে। তিনি বলেন, শিক কাবাব তৈরির জন্য কাঁচা মাংস লাগবে। সেই মাংস ঝলসানো হবে।
শুধু শিক কাবাব তৈরির প্রক্রিয়া নিয়ে মদন মিত্র এমন কথা বলেননি তা স্পষ্ট করেছেন তিনি নিজেই। বিধায়ক বলেন, এত বড় পঞ্চায়েত ভোট। আর গ্রামের ভোট মানেই কালো মুরগি। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল সরগরম।