জেলবন্দী আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগের কথা আগেই উঠে এসেছিল। এখন নওশাদের সঙ্গে এক স্বর্ণ ব্যবসায়ীর যোগ খুঁজে পেল পুলিশ (Kolkata Police)৷ জানা গেছে, ওই ব্যক্তি মেদিনীপুরের বাসিন্দা৷ এই মুহুর্তে চেন্নাইয়ে থাকেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলেও দাবি করছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের একটি টিম চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ বিধানসভা ভোটের সময় যে টাকার লেনদেন হয়েছে, সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷ আগামী দিনে ওই ব্যক্তির কাছ থেকে একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর পিছনে কী কোনও রাজনৈতিক যোগ রয়েছে? খুঁজছে পুলিশ।
এর আগে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল, নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপির নেতাদের যোগ রয়েছে। এমনকি তাঁরাই পরামর্শদাতা হিসেবে কাজ করছে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি ওয়েইসির মিমের সঙ্গেও আইএসএফের তুলনা টানেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাই এই ব্যবসায়ীর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নিয়েও প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, ২১ জানুয়ারি ধর্মতলার মিছিলে গ্রেফতার হন নওশাদ সহ একাধিক আইএসএফ নেতারা। ভাঙড়ের একটি মামলায় ফের তাঁকে হেফাজতে নিয়েছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ৷ নওশাদের দুটি ফোন বাজেয়াপ্ত করে চলছে জিজ্ঞাসাবাদ পর্বও। যদিও নওশাদের দাবি, পঞ্চায়েত ভোটের কারণে তাঁকে আটকে রাখার চেষ্টা চলছে৷