গত ২৮ জানুয়ারি ওড়িশা এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) উইংগার আশিক কুরুনিয়ান ( Ashique Kuruniyan) ম্যাচের শেষের দিকে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। যার জেরে তাকে লাল কার্ড দেখতে হয়। আশিক করুনিয়ানের এই লাল কার্ড দেখাটা চরম ভোগান্তির মুখে ঠেলে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে।
কারণ নিয়ম অনুযায়ী কোনও ফুটবলার কে যদি লাল কার্ড দেখানো হয় তাহলে তাকে দুই থেকে তিন ম্যাচ সাসপেন্ড হতে পারে। অবশ্য করুনিয়ানের লাল কার্ড দেখাটা আদৌও ন্যায্য ছিলো কিনা,সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। এতোদিন নিরাবতা অবলম্বন করলেও অবশেষে লাল কার্ড দেখা নিয়ে মুখ খুললেন আশিক করুনিয়ান।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সবুজ মেরুন সমর্থকদের কাছে লাল কার্ড দেখার জন্যে ক্ষমা চেয়ে নিয়েছেন আশিক। মাথা গরম করে লাল কার্ড দেখার জন্য খুবই অনুতপ্ত আশিক,সেটা তার বক্তব্যে স্পষ্ট।তবে এই ধাক্কা সামলে পরবর্তী সময়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার বিষয় ভীষণ আশাবাদী আশিক।
এর আগেও একাধিক বার ইন্ডিয়ান সুপার লিগের রেফারির মান নিয়ে সরব হয়েছে অনেকেই। দিন দিন যতোই লিগের মান উন্নত হোকনা কেনো,রেফারির মান কিন্তু খারাপ হচ্ছে। প্রায়শই ম্যাচ গুলোতে রেফারি খারাপ সিদ্ধান্ত গুলো ম্যাচের ছন্দপতন ঘটাচ্ছে।তবে আশিক খুব অভিজ্ঞ একজন ফুটবলার, তার এতোটা মাথা গরম করা উচিত হয়নি, যেখানে তার ক্লাবের মান সন্মানের বিষয়টি জড়িয়ে আছে।এরপর বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান,সেই ম্যাচে আশিক না খেললে কিন্তু ভুগতে হতে পারে সবুজ মেরুন শিবিরকে।তাই পরবর্তী কালে মাঠে খেলাকালীণ আশিকের মাথায় রাখতে হবে যে তার মাথা গরমের কারণে তার দল যাতে কোনও সমস্যায় না পড়ে।