ঝাড়খণ্ডের ধানবাদ (Dhanbad) শহরের বহুতলে ভয়াবহ আগুন। রাত যত বাড়ছে ততই বাড়ছে পুড়ে মৃতদের সংখ্যা। রাত ১১টা পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যু সংবাদ এসেছে। তবে উদ্ধারকারীদের দাবি, আরও মৃত্যুর আশঙ্কা থাকছে।
ধানবাদ শহরের জোড়াফাটক আশির্বাদ টাওয়ারে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে বহুতলটিতে অনেকে আটকে পড়েছেন। দমকল বিভাগ চালাচ্ছে উদ্ধার কাজ। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। মাত্র একদিন আগে একই এলাকায় আরও একটি অগ্নিকান্ডে ছয় জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে খবর, শিশু, মহিলা ও বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ বহুতলে আটকে পড়েন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে৷ লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। যে ভবনে আগুন লেগেছে সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স, পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে বিপুল ভিড় জমেছে এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে৷
স্থানীয় পুলিশ ও প্রশাসন লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এসএসপি সঞ্জীব কুমারও। কীভাবে আগুনের সূত্রপাত, তা এই মুহূর্তে স্পষ্ট নয়।