দলবদলের (Transfer window) বাজারের একেবারে শেষ দিনে বিরাট চমক দিয়ে দিলো বেঙ্গালুরু এফসি। ২৩ বছর বয়সী ভারতের সেন্টার ফরোয়ার্ডের ফুটবলার আশীষ ঝাঁকে দলে নিয়ে চমক দিলো বেঙ্গালুরু এফসি।
২০১৮-২০১৯ মরশুমে এটিকের রিজার্ভ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে আশীষের। বর্তমানে আইলিগের দল শ্রীনিধির হয়ে খেলছিলেন আশীষ। ক্লাব কেরিয়ারে ৩৯ টা ম্যাচ খেলেছিলেন তিনি, তার নামের পাশে আছে ছয়টা গোল। এই আশীষকেই শ্রীনিধি দল থেকে সই করিয়ে নিলো বেঙ্গালুরু এফসি।
শোনা যাচ্ছে ট্রান্সফার ফি দিয়ে ২০২৫ সাল অবধি আশীষকে দলে নিয়েছে বেঙ্গালুরু এফসি ।নিঃসন্দেহে আশীষের মতো ফুটবলারের কাছে তার এই ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের যোগদান কেরিয়ারের অন্যতম ব্রেক থ্রু ।উদান্তাকে ছেড়ে দিয়েছিল বেঙ্গালুরু এফসি, তার বদলে কাকে নেবে দল সেটা নিয়ে চিন্তার শেষ ছিল না সমর্থকদের।
অবশেষে আশীষকে নেওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো বলা চলে। এবার দেখার বিষয় হল আশীষ ব্যাঙ্গালোরের জার্সিতে নিজেকে ঠিক কতোটা মেলে ধরতে পারে ।আইলিগ থেকে সোজা আইএসএলে উঠে আসা আশীষ কতোটা নির্ভরতা দিতে পারে বেঙ্গালুরু এফসিকে সেটা সময়’ই বলবে।