সিপিআইএমের (CPIM) বিধায়ককে তড়িঘড়ি দলে ঢুকিয়ে বিপাকে (BJP) বিজেপি। পরিস্থিতি এমন যে ওই বিধায়কের পদ্ম চিহ্নে প্রার্থী হওয়া নিয়ে তীব্র আইনি জটিলতার পথ খুলে দিয়ে মুচকি হাসছে বাম শিবির। ত্রিপুরা বিধানসভার ভোটে (Tripura Election 2023) এবার প্রার্থী নিয়ে টানাটানি শুরু হয়ে গেল বাম বনাম রাম শিবিরে। এসবের কেন্দ্রে যিনি, সেই মবশ্বর আলি অতি সম্প্রতি বিজেপিতে গিয়েই ভোটে লড়াই করার টিকিট পেয়েছেন, তাও আবার দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। তবে দিল্লি থেকে আগরতলা ফিরে তিনি স্বস্তিতে নেই।
ত্রিপুরা বিধানসভা ভোটে শাসক বিজেপি এমনিতেই প্রার্থী নিয়ে দলীয় সমর্থকদের ক্ষোভের আগুনে জ্বলছে। সেই জ্বলুনি বাড়িয়ে দিয়ে সিপিআইএমের তরফে একটি আইনি চিঠি পাঠানো হয়েছে রিটার্নিং অফিসারের কাছে। চিঠিতে দাবি করা হয়েছে, কৈলাসহরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া মবশ্বর আলি আসলে সিপিআইএমের বিধায়ক। তিনি দল থেকে বা বিধায়ক হিসেবে পদত্যাগ না করেই বিজেপির প্রার্থী হয়েছেন। যা নির্বাচনী আইনের বিরোধী। তার মনোনয়ন অবিলম্বে বাতিল করা হোক।
সিপিআইএমের তরফে এই মর্মে চিঠি পাঠানো হয় কৈলাসহরের রিটার্নিং অফিসারের কাছে। সেই চিঠি দলটির রাজ্য দফতর দশরথ দেব স্মৃতি ভবন থেকে সংবাদমাধ্যমের কাছে পাঠানো হয়। সূত্রের খবর, এমনটা করা হবে তার জন্য তৈরি হয়েই ছিল সিপিআইএম। মনোনয়ন জমার দিন শেষ হয়েছে সোমবার। আর মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে নির্বাচনে প্রার্থী হওয়া সম্পর্কে আইনি ধারা ও ব্যাখ্যা উল্লেখ করে মবশ্বর আলিকে নিজেদের বিধায়ক বলে দাবি করেছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। যেহেতু বিধায়ক পদত্যাগ করেননি বা এই মর্মে কোনও কিছু দাখিল করেননি তাই মবশ্বর আলি বাম বিধায়ক বলে চিহ্নিত করা হয়েছে চিঠিতে।
কৈলাসহরের সিপিআইএম বিধায়ক মবশ্বর আলি গত বিধানসভা নির্বাচনে জয়ী হন। তিনি বর্তমানে বিরোধী দল সিপিআইএমের মাননীয় বিধায়ক বলে বিধানসভায় নথিভুক্ত। মাত্র কয়েকদিন আগেও তিনি সরকার পক্ষের চূড়ান্ত সমালোচনা করে নিজের এলাকার রিপোর্ট কার্ড প্রকাশ করেন। গত বিধানসভা ভোটে ত্রিপুরায় টানা পঁচিশ বছরের বাম শাসন শেষ হয়ে বিজেপি সরকার গড়েছে।
এবারের নির্বাচনে বিজেপি বিরোধী আসন সমঝোতা করেছে সিপিআইএম ও কংগ্রেস। সমঝোতার খাতিরে কৈলাসহর আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে দেয় সিপিআইএম। এর পর বিধায়ক মবশ্বর আলি সটান দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন। তাঁকেই কৈলাসহর থেকে বিজেপি প্রার্থী করে দেয়।