বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছেন না খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তিনি দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, জানালা খুলে দিলে তৃণমূলের সৎ নেতারা চলে আসবেন। এদিকে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন দরজা খুলে দিলে পুরো বঙ্গ বিজেপি দলটাই চলে আসতে পারে।
রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি ঘিরে পঞ্চায়েত স্তরে চলছে প্রবল ক্ষোভ। সেই ক্ষোভের আগুনে জল ঢালতে মরিয়া অভিষেক বলেন, জনগণ তাদের ক্ষোভ তৃণমূলের কাছে জানাবেন সেটাই স্বাভাবিক। তারা কি বিজেপির কাছে ক্ষোভ জানাতে যাবেন? পঞ্চায়েতে স্তরে দুর্নীতির দায়ে অভিযুক্ত দলীয় নেতাদের নিয়ে বিব্রত মমতা ও অভিষেক। এই দুর্নীতিকে খোঁচা মেরে বিজেপি বিধায়ক হিরণের দাবি, জানালা খুলে দিলে তৃণমূলের সৎ নেতারা চলে আসবেন।
এর পাশাপাশি তিনি বলেন, দলবদলের কোনও সম্ভাবনা নেই। তৃণমূলের সাথে যে ছবি ছড়িয়েছে সেটি বিকৃত করা হয়েছে। আর তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এক মিনিটেই প্রমাণ করতে পারি কে ঠিক।