শনিবার ঘরের মাঠে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল খেলতে নামবে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের লিগ (ISL) তালিকায় পাঁচ এবং ছয় নম্বর স্থানে থাকা দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় আছে ফুটবল ভক্তরা।
দুই দলের কাছে এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ , কারণ দুটো দল’ই চাইবে ম্যাচের থেকে পুরোপুরি তিন পয়েন্ট তুলে নিয়ে প্লে অফে জায়গা পাকা করে ফেলতে। ম্যাচের আগে দলের দূর্বলতা সম্পর্কে মুখ খুললেন এটিকে মোহনবাগানের হুগো বুমোস।
বুমোসের বক্তব্য ” আমরা ভালো কিছু করে দেখাতে পারি,দলের মধ্যে সেই ক্ষমতা আছে।তবুও আমাদের বেশ কিছু ম্যাচে হেরেছি,আমরা প্রতি ম্যাচে গোল করার সুযোগ তৈরী করেছি একাধিক। কিন্তু সেই সকল সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই আমরা।আমি নিশ্চিত ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে আমরা ওদের থেকে বেশি গোল করার সুযোগ পাবো। আমাদের সেই সুযোগ গুলো কে কাজে লাগাতে পারবো,তাহলে ম্যাচের থেকে জয় তুলে নিতে পারবো।”
এটিকে মোহনবাগানের নির্ভরযোগ্য বিদেশি ফুটবলারের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট যে তিনিও নিশ্চিত যে দলে গোলের বল তৈরি হলেও, সেখান থেকে গোলটা আসছে না। দলটা যে একটা স্ট্রাইকারের অভাবে ভুগছে,সেটা এদিন স্পষ্ট করে দিলেন হুগো বুমোস। কিন্তু সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো সেই কথা বুঝছে কই।