Ranji Trophy: বাংলার প্রথম ইনিংস থেমেছে ইনিংস ১৯১ রানে। বরোদার প্রথম ইনিংসে ২৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮০ রানে পিছিয়ে থাকে মনোজরা। ৫৯.৩ ওভার খেলে মনোজ তিওয়ারীর দল। ওডিআই-এর মেজাজে খেলে কোনও কাজের কাজ হয়নি।
অনুষ্টুপ মজুমদারের ৯০ রান, অভিষেক পোড়েল ২৫ এবং ঈশ্বরণ ২২ করেন। বাকিরা সিঙ্গল ডিজিটে। সহেজাদখান পাঠান ৪৮ রান দিয়ে পাঁচ উইকেট ও ৪৩ রানে তিন উইকেট নেন সোপারিয়া। বিধ্বস্ত বাংলা পিছিয়ে পড়ে প্রথম ইনিংসে। আপাতত সরাসরি জয়ের লক্ষে মনোজরা। বরোদার দ্বিতীয় ইনিংসে ভরাডুবি। ৯৮ রানে গুটিয়ে যায় বরোদার ইনিংস।
মুকেশ চারটি ও ইশান তিনটি উইকেট নিয়েছেন। আকাশনীল একটি উইকেট নেন। দুটি রান আউট। বাংলাকে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা দিল বরোদা। হাতে ৯০ ওভার ১০ উইকেট এবং একদিন পুরো। অনায়াসে জয় ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা বাংলার। মনোজদের সামনে ছয় পয়েন্টের হাতছানি।