Auto Taxi Fare Hike: দিল্লিতে অটোরিকশা যাত্রা এখন আপনার পকেটে আরও বেশি করে কাটবে৷ কারণ দিল্লি সরকার নতুন ভাড়া স্ল্যাব অনুমোদন করেছে৷ মিটারযুক্ত অটোর দাম এখন ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা এবং তার পরে প্রতি কিলোমিটার ৯.৫ টাকার পরিবর্তে ১১ টাকা।
নন-এসি ট্যাক্সির জন্য যাত্রীদের এখন প্রতি কিলোমিটারে ১৭ টাকা দিতে হবে। আগে এই ফি ছিল প্রতি কিলোমিটারে ১৪ টাকা। এসি ট্যাক্সি ভাড়া প্রতি কিলোমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।
Advertisements