আগামী ১৪ জানুয়ারি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি।এই মুহূর্তে আইএসএলে বিধ্বংসী মেজাজে থাকা,একটিও ম্যাচ না হারা মুম্বাই সিটি এফসিকে হারাতে এটিকে মোহনবাগানের প্রয়োজন পূর্ণ শক্তির দল।
আপামর সবুজ মেরুন সমর্থকরা চাইছেন এই ম্যাচের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করুন দলের ভারতীয় তারকা মনবীর সিং।মাস দুয়েক আগে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে খেলাকালীণ পায়ে গুরুতর চোট পেয়ে ছিটকে গেছিলেন মনবীর সিং।
এরপর বর্ষ বরণের ছুটি কাটিয়ে ক্লাবে ফিরে এসেছেন মনবীর।ইতিমধ্যে দলের সাথে অনুশীলন করতেও দেখা গেছে তাকে।অনুশীলনে চোট পাওয়া পায়ের টেপ কেটে বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে এই ফুটবলারকে।অনুশীলনের শেষের দিকে মনবীরকে দলের বাকি ফুটবলারদের সাথে বল পায়ে অনুশীলনে দেখা গেছে।
এর থেকে একটি বিষয় খানিকটা স্পষ্ট যে,আর কয়েক দিন অনুশীলন করলেই ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন এই ফুটবলার।তবে এখনই ম্যাচের শুরু থেকে খেলাটা বেশ কঠিন মনবীরের পক্ষে, এমনটাই জানিয়েছেন দলের ডাক্তারেরা।তবে মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচে তার খেলা একেবারেই অসম্ভব নয় বলেই জানিয়েছেন তারা।