এবার দলের গোলকিপার রা যাতে ভালো পারফরম্যান্স দেন সেই উদ্দেশ্যে অ্যান্ড্রু পিটারসনকে গোলকিপার কোচ করে এনেছিলো ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু তার সহচার্যে এসে লাল-হলুদ ব্রিগেডের কোনও গোলকিপার’ই প্রত্যাশা মতো পারফরম্যান্স দিতে পারেনি।
চোটের জন্যে কমলজিৎ খেলতে না পারলেও, তার বদলে সুযোগ পেয়েছেন শুভম সেন,কিন্তু তিনিও দলকে নির্ভরতা দিতে ব্যর্থ। মুভমেন্ট বলুন, কিংবা লুস বলের বিরুদ্ধে পারফরম্যান্স, সবটাই এখনও অবধি খারাপ শুভমের।তাই বিদেশি কোচের ট্রেনিং নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রতি ম্যাচেই গোল হজম করছে ইস্টবেঙ্গলের গোলকিপার,তাই পিটারসনের কোচিং পদ্ধতিতে নিয়ে এখন প্রশ্ন ওঠাটা স্বাভাবিক।
ইতিমধ্যে ক্ষেপে উঠেছে লাল হলুদ সমর্থকরা।তাদের মধ্যে একাংশ দলের গোলকিপার কোচের পরিবর্তনের দাবী তুলেছেন।কেউ কেউ কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন এমন কোচ দলে থাকলে,এরকম পারফরম্যান্স’ই প্রত্যাশিত।
এদিকে কিরিয়াকু কে নিয়ে কি চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট সেটা এখনো স্পষ্ট নয়।চোট পেয়েছেন তিনি।অথচ তাকেই বয়ে বেড়াচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।এদিকে একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর।তাহলে কবে তার বদলি কে আনবে দল,সেটা এখনও স্পষ্ট নয়।