Santosh Trophy: আবারও জিতলো বাংলা। এবার দমন এন্ড দাদরা কে ৫-০ গোলে পরাস্ত করলো বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। এদিন প্রথম একাদশে দুটি পরিবর্তন করেছিলেন কোচ। অমিত টুডু এবং রাকেশ ধারার জায়গায় দলে আসেন তারক হেমব্রম এবং সুরজিত সীল।
প্রথমার্ধের শেষে দুই গোল এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বাংলার ছেলেরা। ম্যাচের ফলাফল ৫-০।রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠা ২ টি করে গোল করেন। পরিবর্ত হিসেবে নামা সৌভিক কর ১ টি গোল করেন।
জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিল বিশ্বজিৎ ভট্টাচার্য প্রশিক্ষনাধীন বাংলা ফুটবল দল।এদিন কোলহাপুরে তারা হরিয়ানা কে হারিয়েছিল ৩-০ গোলে।ম্যাচের প্রথমার্ধে টোটন দাস এবং সুরজিত হাঁসদার গোলে এগিয়ে গিয়েছিল বাংলা দল।
প্রথমার্ধের একদম শেষ লগ্নে আকাশ মুখার্জির অসাধারণ সেভ দীর্ঘদিন মনে থাকবে ফুটবল প্রেমী দের।দ্বিতীয়ার্ধে রবি হাঁসদা আরও একটি গোল করে ফলাফল ৩-০ করে দিয়েছিলেন।আজ অর্থাৎ ৯ তারিখ বিকেল ৩ টে ৩০ মিনিটে দমন দিউ এর মুখোমুখি হবার কথা ছিল বাংলার। তাতেও এল জয়।