সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় ভয়ংকর আহত হন ক্রিকেটার ঋষভ পন্ত। এখনও তাঁর চিকিৎসা চলছে। এর মাঝেই ভারতে ফের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন আরও এক ক্রীড়াবিদ। ঋষভ সুস্থ হচ্ছেন। তবে প্রাণ গেল বিখ্যাত কার রেসারের।
রেসার কে ই কুমারের মৃত্যু হল ভয়াবহ দুর্ঘটনায়। চেন্নাইয়ে জাতীয় রেসিং চ্যাম্পিয়নশিপে ভয়াবহ দুর্ঘটনা হয়। জাতীয় রেসিং চ্যাম্পিয়নশিপ চলাকালীন ওই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় রেসার কে ই কুমারের। লাল পতাকা বা রেড ফ্ল্যাগ রেস থামালেও বাঁচানো যায়নি কে ই কুমারকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯।
চেন্নাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে এমআরএফ এমএমএফসি ইন্ডিয়ান কার রেসিং চ্যাম্পিয়নশিপে স্যালুন কার রেসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। অপর এক প্রতিযোগীর গাড়ির সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে কে ই কুমারের গাড়ি ট্র্যাকে স্লিপ করে পাশের পাঁচিলে ধাক্কায় উল্টে যায়। তৎক্ষনাৎ থামানো হয় রেস।
ধ্বংসস্তূপের মধ্যে থেকে কে ই কুমারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ট্র্যাকের পাশেই মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা চলে। হাসপাতালের ডাক্তারদের চেষ্টা বৃথা। চোটগ্রস্ত কুমারকে বাঁচানো সম্ভব হয়নি। প্রতিযোগিতার চেয়ারম্যান ভিকি চন্দক বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কে ই কুমার একজন অভিজ্ঞ রেসার আমার বন্ধু এক সময়ে আমার প্রতিপক্ষও ছিল। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’