আগামী ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে উত্তেজনায় পূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ওইদিন সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং মুম্বাই সিটি এফসি (Mumbai City)।
বর্তমানে লিগে যে দূর্বার গতিতে ছুঁটছে মুম্বাই সিটি, তা থামাতে সবুজ মেরুন শিবিরের কোচ জুয়ান ফেরান্দো যে পূর্ণ শক্তির দল নিয়ে নামবে সেটা বলাই বাহুল্য।এই ম্যাচ কে কেন্দ্র করে তৈরী হওয়া উন্মাদনা কলকাতার ডার্বির কাছাকাছি পৌঁছে গেছে।
সদ্য আগত নতুন তিন ফুটবলারকে সম্ভবত এই ম্যাচে খেলাবেন না সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। হয়তো এই ম্যাচে ৪-৪-৩ পজিশনে দল সাজাতে পারে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। গোলকিপার পজিশনে থাকবেন বিশাল কাইথ। চার ডিফেন্ডার বোস, হামিল, প্রীতম এবং রাইকে।মাঝমাঠে খানিকটা নীচের থেকে শুরু করবে কার্ল ম্যাঘুই এবং লেনি। টাংরির চোট থাকায় খেলার সম্ভাবনা কম।একটু উপরের দিক থেকে শুরু করবে হুগো বুমোস।দুটো উইং সামাল দেবেন লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ান। আক্রমণে দিমিত্রি পেত্রাতোস।
ম্যাচের পরিস্থিতি বুঝে এই ফর্মেশন ৩-৫-২ তে যেতে পারে।সেখানে লিস্টন স্ট্রাইকার পজিশনে চলে যাবে,এবং উইংয়ে আশিক থাকবেন।গোলকিপার বাদে এটিকে মোহনবাগানের বাকি দশ পজিশনের ফুটবলার রা নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করে খেলে।এবার আসা যাক এটিকে মোহনবাগানে নতুন তিন ফুটবলারের কথায় । হয়তো তাদের পরিবর্ত হিসেবে ব্যবহার করতে পারেন সবুজ মেরুন কোচ।