ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) টলিউডের এমন একজন অভিনেত্রী, যাকে বর্তমানে দেখলে বোঝা দায় যে তার বয়স পেরিয়েছে ৪৫। এখনো সেই ছিমছাম সুন্দর ফিগার। এখনো যেন অভিনেত্রীর শরীর থেকে চুঁইয়ে পড়ছে যৌবনের জীবন্ত গ্ল্যামার। ঋতুপর্ণা সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ।
প্রায়ই নানান অবতারে ধরা দেন অনুরাগীদের। কখনো উষ্ণতার মোড়া পশ্চিমি পোশাকে আব্রু ঢাকেন অভিনেত্রী, কখনো আবার ট্র্যাডিশনাল শাড়িতে ধরা দেন। আর বর্তমান প্রজন্মের কাছেও তাই একইভাবে হার্টথ্রব হয়ে আছেন অভিনেত্রী।
নতুন বছরে এবার নতুন লুকে অবতীর্ণ হলেন অভিনেত্রী। শীতের দিনেও উষ্ণতা ঢেলে দিলেন নিজের ইনস্টাগ্রামের পোস্টে। তবে এবার কোনো বোল্ড ওয়েস্টার্ন পোশাক নয়, একেবারে বাঙালিয়ানায় নিজেকে বন্দি করলেন তিনি।
ওই ছবিতে তাকে দেখা গেছে ঘিয়ে রঙের লাল-পাড় সিল্ক শাড়িতে। গায়ে নেই কোনো ব্লাউজ। মুখে রয়েছে হালকা মেকআপ, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। এক্কেবারে সাদামাটা করে বাঁধা চুল, খোঁপায় একটি পদ্মফুল এঁটেছেন ঋতু।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার অন্তরের মায়াকুমারীকে সঙ্গে নিজেকে জুড়ে নিচ্ছি’। এককথায় নিজের আসন্ন ছবির প্রচারও এই পোস্টে করেছেন তিনি।অভিনেত্রীর এই পোস্ট বেশ মনে ধরেছে অনুরাগীদের। তার এই লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এক্কেবারে বাঙালি রমণী লাগছে তোমায়’; একজন আবার লিখেছেন, ‘আপনার আসন্ন ছবির জন্য শুভকামকনা রইল’।
প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘মায়াকুমারী’। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। প্রেমের গল্প দিয়ে সাজানো হয়েছে ছবির প্লট। এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আগামী ১৩ ই জানুয়ারি মুক্তি পাচ্ছে, ছবিটি কেউ মিস করবেন না’।