২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার কার্ডের তথ্য সংশোধনের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা (voter list)। এবার রাজ্যে ১.২৪ শতাংশ ভোটার বেড়েছে। যার মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সের ভোটারের সংখ্যা ২.২০ শতাংশ।
ভারতের জাতীয় নির্বাচন কমিশনের নতুন তালিকা অনুযায়ী, ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯৯ জন।এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১,১৪,৭৯৭ জন।
রাজ্যের মোট ভোটার ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। এই বছরে নতুন ভোটার ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন। বিভিন্ন কারণে নাম বাদ গিয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের।