স‍্যাঞ্চেজের দেশের ফুটবলার আসছে এবার আইএসএলে

একজন স্ট্রাইকারের সাথে লিংক আপ তৈরি হয়েছে আইএসএলের ক্লাব Chennaiyin FC। চিলির এই ফুটবলারের নাম Nicolas Castillo। খেলেন সেন্টার ফরোয়ার্ড পজিশনে। বর্তমানে তিনি এখন ফ্রি এজেন্ট।

Chilean footballer Nicolas Castillo

short-samachar

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার পর থেকে প্রতিটি ইন্ডিয়ান সুপার লিগের দলকে কেন্দ্র করে একের পর এক খবর আসছে প্রকাশ‍্যে। তবে এবার আইএসএল-কে কেন্দ্র করে যে বিরাট মাপের গুঞ্জন শোনা যাচ্ছে, তা আলাদা মার্গের।

   

এই মুহূর্তে মার্কেট মূল্য প্রায় ৫ কোটি টাকা, এমন মাপের একজন স্ট্রাইকারের সাথে লিংক আপ তৈরি হয়েছে আইএসএলের ক্লাব চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC)। চিলির এই ফুটবলারের নাম নিকোলাস ক‍্যাস্টিলো (Nicolas Castillo)। খেলেন সেন্টার ফরোয়ার্ড পজিশনে। বর্তমানে তিনি এখন ফ্রি এজেন্ট।

ক্লাব কেরিয়ারে মেক্সিকো, পর্তুগাল, বেলজিয়াম,চিলির মতো প্রথম সারির সমস্ত ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। একটা সময় এই ফুটবলার যখন পর্তুগালের ক্লাব ফুটবলে খেলতে গেছিলেন এই ফুটবলার, তখন তার মার্কেট ভ‍্যালু ছিলো ৪৮ কোটি টাকা। চিলি জাতীয় দলের চল্লিশের বেশি ম‍্যাচ খেলেছিলেন, গোল করেছেন ৪ টি‌। ক্লাব কেরিয়ারে ২১০ ম‍্যাচে ৮৯ টা গোল করেছেন তিনি, গোল করিয়েছেন ২৫ টা। দলের আক্রমণ ভাগের ফুটবলার কারিকারির বদলে এই ফুটবলারকে কনফার্ম করতে চান চেন্নাইয়ান এফসি।