ইতিমধ্যে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান (Mohun Bagan) দল তিন ফুটবলার কে কনফার্ম করে নিয়েছে সেই কথা আমরা সকলেই জেনেছি। তারা ইতিমধ্যে দলের সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
এখন সবচেয়ে বড়ো প্রশ্ন,১৪ ই জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে সংশ্লিষ্ট তিন ফুটবলারকে খেলানো হবে কিনা।ফ্রেডরিকো গ্যালেগো এবং স্লাভকো ডানজানোভিচ কলকাতায় এসে দলের সাথে প্রাক্টিসে নামবে।তার সাথে পুইতিয়া’ও।এই তিন ফুটবলার দলের সাথে আগামী চার পাঁচ তারিখের মধ্যে যোগদান করবেন বলে মনে করছেন সবাই।
৪-৫ জানুয়ারি দলের সাথে যোগদান করলে বেশ খানিকটা সময় প্রস্তুতি নেওয়ার জন্য পাবেন এই ফুটবলাররা।সেটা খুবই স্পষ্ট।এই প্রস্তুতি দেখে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো দল সাজাবেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে।
তাই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে এই তিন নতুন ফুটবলারকে দেখা না গেলেও,দ্বিতীয়ার্ধে তাদের খেলার সম্ভাবনা প্রবল বলা চলে।হয়তো আচমকা গ্যালেগোকে খেলতে নামিয়ে একটা মাস্টার স্ট্রোক দিতে পারেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।অবশ্য গোটা বিষয়টি নির্ভর করছে গোটা দলের প্রাক্টিসের উপর।