Tolly couple Oindrila Sen-Ankush Hazra: ২০২২-কে বিদায় জানিয়ে নতুন বছরের আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব। তাতে বাদ যায়নি টলিউডের সেলেবরাও। ঘড়ির কাঁটা রাত ১২.০০ টা ছুঁতেই সোশ্যাল মিডিয়াতে ২০২৩ কে স্বাগত জানিয়ে শুভেচ্ছার বন্যা বইয়ে দিতে শুরু করেন সাধারণ থেকে তারকারা সকলেই। নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বার্তা লেখেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরাও। সেই সঙ্গে শেয়ার করেন নতুন বছর উদযাপনের একটি মজার ভিডিও।
অঙ্কুশের নতুন বছরের শুভেচ্ছার থেকেও নেটিজেনদের নজর আটকে গিয়েছে ঐন্দ্রিলাকে দেখে। কারণ তার মাথার সিঁথিতে জ্বল জ্বল করছে সিঁদুর। এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়াতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার ভক্তদের মধ্যে রটে গিয়েছে তাদের প্রিয় তারকার বিয়ের খবর। নতুন বছরেই চুপিসারে বিয়ে সেরে নিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
অঙ্কুশের কমেন্ট বক্সে এখন ভক্তদের প্রশ্ন উপচে পড়ছে। সকলেই জানতে চান ঐন্দ্রিলার শিঁথিতে সিঁদুর কেন? কেউ বলছেন, “নতুন বছরের আনন্দে দিদিকে বিয়ে করে নিলে নাকি?” আবার কেউ লিখছেন, “ঐন্দ্রিলার মাথায় সিঁদুর কেন? কবে হল বিয়েটা? নাকি শুটিং ছিল?”
অঙ্কুশের শেয়ার করা সেই ভিডিওতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে কালো রংয়ের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। অঙ্কুশ পরে আছেন জিন্স, টি-শার্ট এবং জ্যাকেট। ঐন্দ্রিলার পরনে আছে সোয়েট ড্রেস এবং কালো স্টকিংস। মাথার চুল খোপা করে পেছনে টেনে বাঁধা রয়েছে। তবে তার শিঁথিতে সিঁদুর স্পষ্ট ধরা পড়েছে এই ভিডিওতে।
অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সম্পর্কের মেয়াদ ১০ বছর পেরিয়েছে। ভক্তরাও অধীর আগ্রহে জানতে চান তারা কবে বিয়ে করছেন। তাদের সম্পর্কের মিষ্টি রসায়ন ভক্তদের বেশ পছন্দের। তবে অঙ্কুশ ঐন্দ্রিলার অনেক খেয়াল রাখেন। ঐন্দ্রিলার প্রয়াত বাবার জন্মবার্ষিকীতে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে প্রতিশ্রুতিও দিয়েছিলেন অঙ্কুশ।
ঐন্দ্রিলা খুব ছোট বয়সে তার বাবাকে হারিয়েছেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার বাবার। কিছুদিন আগেই প্রেমিকার বাবার জন্মবার্ষিকীতে অঙ্কুশ তাকে উদ্দেশ্য করে পোস্ট করে লেখেন, “তোমার মেয়েকে আমি রানি করে রাখব। আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম। অনেক অনেক ভালবাসা আদর নিও।”