চলতি ইন্ডিয়ান সুপার লিগে এযাবত ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স নিতান্ত সাদামাটা তা স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন।আইএসএলে খেলা প্রথম দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয়লাভ করেছে লাল হলুদ ব্রিগেড।
শুক্রবার বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল,তার আগে সাংবাদিক সম্মেলনে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন স্বীকার করে নিয়েছেন ক্লাবের পারফরম্যান্স একেবারেই ভালো নয়৷ ” আমি গতবছর ক্লাবের কোচ থাকলে বলতে হতো একটি মাত্র ম্যাচ জিতেছি।এটাই হয়েছিলো গত মরশুমে।অবশ্য আমি এবারও দশ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে আহামরি খুশিতে নেই।আমাদের আরও পয়েন্ট তোলা উচিত ছিলো, আমরা আরো অনেক পয়েন্ট তোলার সুযোগ পেয়েছিলাম।
তবে আমরা আমাদের দলের সমস্যা গুলো সম্পর্কেও ওয়াকিবহাল।আমরা সবাই মিলে খুব চেষ্টা করছি দলটাকে যাতে দাড় করানো যায়।ছেলেদের কোনও দোষ নেই।তারা প্রত্যোকেই খুব খাটা খাটনি করছে।”
পরিস্থিতি এখন এমনই যে চলতি ইন্ডিয়ান সুপার লিগের মরশুমে ইস্টবেঙ্গল কে প্রথম ছয়ের মধ্যে শেষ করতে হলে বেশি সংখ্যক ম্যাচে জয়লাভ পেতে হবে।সেক্ষেত্রে সুনীলদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলে মন্দ হবেনা।