২০২৩ সালের ১ লা জানুয়ারি এটিকে মোহনবাগানে যোগদান করবেন পুইতিয়া।খুব সম্প্রতি তার সবুজ মেরুনে যোগদান করার ব্যাপারে রিপোর্ট এসেছিলো প্রকাশ্যে। ২৪ বছর বয়সী ভারতের সেন্ট্রাল মিডফিল্ডারের উপর নজর ছিলো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের।
কেরালা ব্লাস্টার্স দলের এই সদস্যের উপর এখন সমস্ত রকম নজর ছিলোএটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের।কেরালা ব্লাস্টার্সের এই ভারতীয় মিডফিল্ডারের চুক্তি রয়েছে ২০২৩ সালের ৩১ শে মে অবধি।
জুন মাসের থেকে এটিকে মোহনবাগানে চুক্তি সই করেছেন পুইটিয়া।আইএসএলে খেলার বিশাল অভিজ্ঞতা আছে তার, কেরালা ব্লাস্টার্স ছাড়া নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন তিনি।বিভিন্ন সূত্রের মারফত জানা গিয়েছিলো আগামী মরশুমের জন্যে পুইটিয়াকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।বর্তমানে দীপক টাংরির যা পারফরম্যান্স, তার নিরিখে পুইটিয়া বেশ ভালো বিকল্প সে কথা বলার অপেক্ষা রাখেনা।গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন পুইটিয়া।কিন্তু বর্তমানে ঠিক ঠাক গেমটাইম টা পাচ্ছেন না তিনি কেরালা ব্লাস্টার্সে।
এবছরে একেবারে পারফরম্যান্স ভালো নয় এটিকে মোহনবাগানের।অন্তত শেষ বছর তিনেকের পারফরম্যান্সের নিরিখে এবার বেশ খারাপ পারফরম্যান্স সবুজ মেরুনের।কোচ জুয়ান ফেরান্দো এবার পরিস্থিতি যে ঠিকঠাক সামাল দিতে পারছেন না।সে কথা বলাই বাহুল্য।এবং এই পরিস্থিতি থেকে পুইতিয়াকে নিলে বিশেষ লাভবান হবে এটিকে মোহনবাগান সেই কথা বলাই বাহুল্য।তিনি আসলে হয়তো প্রণয় হালদারের বদলি হিসেবে খেলবে।ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেললেও পুইতিয়ার আক্রমণ করার ক্ষমতা ভীষণ প্রশংসনীয়।কাউকোর চোট পাওয়ায় এটিকে মোহনবাগানের খেলাটা জমছেনা।তাই পুইতিয়া আসলে সেই সমস্যার সমাধান হবে বলাই বাহুল্য।