সিরিয়ালের শুটিং মানেই মাসে মাত্র এক দিনের ছুটি। এক মিনিটও শান্তির নিশ্বাস ফেলার সময় নেই, এমনই পরিস্থিতি। কিন্তু স্টার জলসার “বাংলা মিডিয়াম”-এর ক্ষেত্রে সেটা একটু অন্যরকমভাবে ধরা দিয়েছে বেশ কিছুদিন আগে। শীত পড়ছে। আর সেই সঙ্গে উৎসবের মরশুম। রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন আর কত ক্ষণই বা ভাল লাগে! তাই তো সব কাজ বন্ধ করে গোটা টিম বেরিয়ে পড়েছিল পিকনিকে।
শীতকাল মানেই বাসে করে একসঙ্গে ঘুরতে যাওয়া আর জমিয়ে ভূরিভোজ। কাজের ব্যস্ততায় এই সব কিছুই যেন ইদানীং কমে গিয়েছে। তাই তো সুযোগ পেয়েই ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সদস্যরা আয়োজন করে ফেললেন চড়ুইভাতির। বাসে করে সকলে মিলে এই দিনটা কাটাবেন সিঙ্গুরের একটি রিসর্টে। সেখানেই রান্নাবান্না, হইহুল্লোড়। আর তার মধ্যে নায়ক নায়িকা অর্থাৎ নীল-তিয়াশা জুটি বেশ কয়েকটি রিল শেয়ার করেছেন সোস্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/reel/CmrGLz0Jy-e/?utm_source=ig_web_copy_link
একে একে মজার রিল গুলি কখনো নীলের প্রোফাইল থেকে কখনো আবার তিয়াশার প্রোফাইল থেকে শেয়ার করতে দেখা যাচ্ছে। আর তা নিমেষে ভাইরালও হচ্ছে। আর এবার দেখা গেল আরও এক নতুন রিলের। যা দেখে রীতিমতো তাজ্জ্বব হয়ে গেছেন দর্শকমহল।
ওই রিল ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিয়াশার সঙ্গে নীল আর আয়ান দুজনেই নাচ করছেন। কিন্তু হঠাৎই তিয়াশাকে ছেড়ে নীল আর আয়ান একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে যায়, আর তাতে অবাক হয় তিয়াশা। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে নিছকই মজার ছলে ভিডিওটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন তারা।