সাম্প্রতিক সময়ে বৃহত্তম তেল বাহিত দূষণ ছড়ানোর প্রবল আশঙ্কা মেঘনা (Meghna River) নদীতে। ঘটনায় বাংলাদেশ (Bangladesh) সরকার উদ্বিগ্ন। বিশাল মেঘনা নদীর মধ্যে ১১ লাখ লিটার সহ (Diesel) তেলবাহী জাহাজ ডুবে যাচ্ছে। এই দুর্ঘটনার খবরে বিশ্বজুড়েও আলোড়ন ছড়াল।
মেঘনা নদীতে এসভি সাগর নন্দিনী-২ নামে ডিজেলবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১৩ জন নাবিক সহ সবাইকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার বরিশালের ভোলা সদরের কাঠিরমাথা নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল এসভি সাগর নন্দিনী-২ জাহাজ। সেই জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে মেঘনা নদীতে ডিজেল ছড়াচ্ছে। জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল বলে জানান নাবিকরা।
বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর দক্ষিণাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। মেঘনা নদীর উপর কাঠির মাথা নামক জায়গায় নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির মুখোমুখি ধাক্কা লাগে। নদীতে ঘন কুয়াশা থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
নৌ-পুলিশ ও কোষ্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। তবে সময় যত যাচ্ছে ততই ডিজেল ছড়াচ্ছে মেঘনা নদীতে। এই বিপুল ডিজেল কীভাবে নদী থেকে অপসারণ করা যাবে এতেই ছড়াচ্ছে উদ্বেগ।