খাদে পড়ে ১৬ জন সেনার(Indian Army) মৃত্যু হয়েছে সিকিমে। ভয়াবহ দুর্ঘটনার পর নিহত জওয়ানদের দেহ উদ্ধার করা হয়। শনিবার সিকিম সরকারের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও সেনা আধিকারিকরা।
শুক্রবার সকাল ৮ টা নাগাদ লাচেন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে জিমা ৩ তে ঘটে দুর্ঘটনা। যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১৩০ কিলোমিটার দূরে। জানা গেছে, ২০ জনকে নিয়ে ছাঙ্গু সীমান্তের দিকে রওনা দিয়েছিল সেনাবোঝাই গাড়িটি। কিন্তু জিমা ৩ এর কাছে বিপদ ঘটে। গাড়িটি খাদে পড়ে যায়। নিহতদের দেহ গ্যাংটকে এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর দেহগুলি সেনার হাতে তুলে দেওয়া হয়।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় সেনাদের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করেছেন তিনি।