রাহুল গান্ধীর ভারত-জোড়ো যাত্রার বিপুল জনসমাগমে চিন্তিত কেন্দ্রের মোদী সরকার। কংগ্রেস নেতা রাহুল যেভাবে সব বিধানসভা ভোটকে উপেক্ষা করে শুধুমাত্র আগামী লোকসভা নির্বাচনকে নজরে রেখে পদযাত্রা করছেন তাতে বিজেপির অন্দরে উদ্বেগ। এদিকে করোনা (Corona) সংক্রমণের আশঙ্কায় রাহুলের পদযাত্রায় বিধিনিষেধের জেরে রাজনৈতিক মহল গরম।
কংগ্রেসের অভিযোগ, করোনা সংক্রমণ হলে তা আটকানোর জন্য সরকারের ভূমিকা কই? বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া রাহুল গান্ধীকে চিঠিতে অনুরোধ করেন, ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীরা কোভিডের জন্য সাবধানতা না মানলে যাত্রা বন্ধ রাখা হোক। রাহুল গান্ধীর অভিযোগ, তুলেছেন, যাত্রা আটকানোর জন্য নতুন পথ খোঁজা হচ্ছে। আসলে তারাা ভ ভারতের সত্যকে ভয় পেয়েছেন।
কিন্তু করোনা পরিস্থিতি কী?
বিশ্বজুড়ে করোনার হিসেব রাখা ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার দুটোই কমেছে। বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে ১ হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ২৭ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১ লাখ ৬৫ হাজার ৯০০ জন। মারা গেছেন ৬৬ লাখ ৮০ হাজার ৫৩৭ জন।
চিন ও আমেরিকা থেকে করোনা ফের ছড়াচ্ছে বলেই জানাচ্ছে বিশ্ব স্বাস্খ্য সংস্থা। ২০২০ সাল থেকে ‘শূন্য করোনা নীতি চলছে চিনে। সেই কারণে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। সম্প্রতি চিনের বেশ কিছু শহরের বাসিন্দারা ওই নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। চলতি মাসের শুরুর দিকে বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হয় চিনে। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।