সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: বিশ্বকাপের (Qatar WC) ঘোর এখনও কাটেনি। এখনও বহু ভিনদেশিরা কাতারে আছেন। তারা নিজেদের মতো ঘুরছেন হৈ হল্লা করছেন। আর বিরাট বিরাট স্টেডিয়াম ফাঁকা। ভাঙা হাট! এসবই ধরাবাঁধা ছবি। তবে এ কী শুনি, এবার নাকি কাতার সরকার অলিম্পিক (2036 Olympic Games) করবে! আরব দুনিয়ায় ফের বিশ্ব ক্রীড়ার মহাসমারোহ হতে চলেছে।
সকালে যখন অফিসে ঢুকছি তখনই অলিম্পিক সংক্রান্ত খবরটা ‘Arab News’ বড় করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে আল জাজিরা, পেনিনসুলা নিউজ, গাল্ফ নিউজ সহ সর্বত্র ব্রেকিং ঝড়। ‘অলিম্পিক ২০৩৬’ আয়োজন করতে নামছে কাতার।
অফিসে ঢুকে বড় কাঁচের জানালা দিয়ে রোজকার মতো পারস্য উপসাগরের দিকে চোখ পড়ল। আজ উপসাগর শান্ত। আমার মনে হলো, এই উপসাগর তীরে কয়েকদিন আগে যে ফুটবল ঝড় দেখেছি এবার সেটাই অলিম্পিক হয়ে আসতে চলল।
ঢাকা আর কলকাতা আর জেরুজালেমের গণমাধ্যমে সংবাদ পাঠাতে গিয়ে মনটা আরও ভালো হয়ে গেল। ফুটবল বিশ্বকাপ তো অল্প কয়েকটি দেশের খেলা। অলিম্পিক তো বিশ্বজোড়া। তার মানে কাতারে আবার বিশ্বজনীন মহাসমাবেশ হবে। অলিম্পিক হবে এবার কাতারে। দু দশক আছি এই দেশে। এত উন্মাদনা তো দেখিনি।
আল জাজিরার দোহা সংস্করণের ব্রেকিং, তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার এখন ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে নামছে।
আরব নিউজ বলছে, বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারও আলোড়ন সৃষ্টি করতে চায় কাতার। ২০২৫ সালে ঘোষণা হবে ২০৩৬ অলিম্পিক আয়োজক দেশের নাম।
বিবিসির মধ্যপ্রাচ্য বিভাগ বলছে, ২০৩৬ সালের অলিম্পিক করতে মরিয়া কাতার। ২০২৩ সালে আবার কাতারে ফিরতে যাচ্ছে ফর্মুলা ওয়ান রেস। ২০২৪ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপও অনুষ্ঠিত হবে কাতারে।
আসলে কাতার সরকার অনেকদিন ধরেই অলিম্পিক আয়োজন করতে চায়। এর আগে ২০১৬, ২০২০ ও ২০৩২ সালে অলিম্পিক বিডে অংশ নিয়েছিল কাতার। ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসেবে দায়িত্ব পাওয়ায় কাতারকে অলিম্পিকের বিডে সফল হতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। এবার বিশ্বকাপ শেষ হতেই কাতার হুঙ্কার ছাড়ল অলিম্পিক চাই।