প্রথম সিজন ইতিমধ্যেই মন সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। সিরিজের (web series) নাম ‘কারাগার’ (karagar)। বাংলাদেশের এই কনটেন্ট কেবল সেই দেশেই নয়, এপার বাংলার প্রত্যেক শিল্প প্রিয় মানুষের মুখে মুখে ঘুরছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে প্রথম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, কবে আসবে দ্বিতীয় সিজন? এবার সেই প্রশ্নের অবসান হল, খুব তাড়াতাড়িই একদম নতুন চমক নিয়ে আসতে চলেছে কারাগার part 2। আর তার ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং চঞ্চল চৌধুরী।
সিরিজে অভিনেতা চঞ্চল চৌধুরীর চোখের ইশারায় অভিনয় মন জিতে নিয়েছে দুই বাংলার মানুষেরই। আর ‘কারাগার’ একটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। পরিচালনায় সৈয়দ আহমেদ সওকি। দ্বিতীয় সিজনের ট্রেলার লঞ্চে এসে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “কারাগারের প্রথম সিজন দেখার পর যত প্রশ্ন তৈরি হয়েছিল সবার মনে এই সিজন তার সমস্ত উত্তর নিয়ে হাজির হচ্ছে। আর সেই সাথে থাকছে একদম অন্যরকম একটা চমক, যেটা সিরিজ না দেখলে বোঝা যাবেনা।”
অভিনেতা চঞ্চল চৌধুরী এই প্রসঙ্গে জানান যে, এই চরিত্রটি তাঁর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই সিরিজে অভিনয় করার পর তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। সব মিলিয়ে বেশ আবেগপ্রবণ অভিনেতা।
কারাগার part 2 ওটিটিতে রিলিজ হতে চলেছে ২২ ডিসেম্বর। এই থ্রিলারের দ্বিতীয় সিজন কতটা মন কাড়তে পারে দর্শকদের এখন সেটাই দেখার।