হায়দরাবাদ ম্যাচে জখম মনবীরের ‘বিস্ফোরক’ টুইট ঘিরে ময়দানে চাঞ্চল্য

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ গোলে জয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ATK মোহনবাগানের (Mohun bagan)। এই জয়ের ফলে ইন্ডিয়ান সুপার লিগের টেবলে মেরিনার্সরা ছয় নম্বর থেকে…

Mohun Bagan footballer Manvir Singh

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ গোলে জয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ATK মোহনবাগানের (Mohun bagan)। এই জয়ের ফলে ইন্ডিয়ান সুপার লিগের টেবলে মেরিনার্সরা ছয় নম্বর থেকে দুধাপ ওপরে উঠে এসেছে, চারে।লিগ টপার হয়ে কলকাতাতে পা রাখা হায়দরাবাদ, প্রীতম কোটালদের কাছে হেরে গিয়ে লিগ টেবলে দুই নম্বরে নেমে এসেছে। এমন পারফরম্যান্সের শেষে সবুজ মেরুন ভক্তদের মধ্যে আনন্দের শেষ নেই।হুগো বাউমাসের করা গোলে জয় পেয়ে ভক্তদের আত্মহারা হওয়ার মাঝেও অস্বস্তির কাটা ফুটবলার মনবীর সিংর চোট।

খেলার ৪৫ মিনিটে মনবীরকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়,পরিবর্ত খেলোয়াড় হয়ে মাঠে নামে কিয়ান নাসিরি।মনবীর সিংর চোট যথেষ্ট দুশ্চিন্তায় রেখেছে কোচ হুয়ান ফেরান্দোকে।কেননা ধারাবাহিকতার দিক দিয়ে সবুজ মেরুন ফরোয়ার্ড মনবীর সিং এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে রয়েছে।তাই শুধু যে টিম ম্যানেজমেন্ট মনবীরের চোট নিয়ে চিন্তায় আছে তাইই নয়,ভক্তদের মধ্যেও উদ্বেগ রয়েছে।

রবিবার ATKমোহনবাগান ফুটবলার মনবীর সিং টুইট পোস্ট করে টিমকে অভিনন্দন জানিয়েছে। ওই টুইট পোস্ট আপলোড হতেই সবুজ মেরুন ভক্তরা মনবীরের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি চোটের কি অবস্থা তা জানতে চেয়েছে।আবেগের এমন ফল্গুধারা বয়ে চলেছে ওই টুইট পোস্টের মাধ্যমে।
ডিসেম্বরের ৩ তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেরিনার্সদের। গোটা সবুজ মেরুন শিবিরের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।এই কারণে মনবীর সিংর চোটমুক্ত মাঠে ফিরে আসাটা জরুরি।