ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-৪ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি প্রতিপক্ষ ওড়িশা এফসির কাছে। প্রথমার্ধে ২-০ গোলের লিড ছিল ইস্টবেঙ্গলের, খেলার সেকেন্ড হাফের তিন মিনিটের মধ্যে ওড়িশা ব্যাক টু ব্যাক দু’গোল ইস্টবেঙ্গল এফসির জালে জড়িয়ে দেয়। আর এতেই খেলাটা শেষ হয়ে যায়। পরের দুটো গোল ছিল লাল হলুদ শিবিরের কফিনে পেরেক পোতা।
চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যেই ৭ ম্যাচ খেলে ফেলেছে।এই সাত ম্যাচের মধ্যে রেড এন্ড গোল্ড বিগ্রেড জিতেছে মাত্র ২ ম্যাচ আর ৫ ম্যাচ হেরে গিয়েছে।এর জেরে ২০২২-২৩ সেশনের ISL টুর্নামেন্টে লাল হলুদ বিগ্রেডের কাছে আসন্ন প্রতিটি ম্যাচ ফাইনাল গেমের মতো হয়ে উঠেছে। এখনও কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের টাইটেলশিপে ১৩ টা ম্যাচ খেলতে হবে।এই প্রতিটা ম্যাচ এখন ইস্টবেঙ্গল এফসির কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ সিচুয়েশন।
গত দুই ISL মরসুমে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষতম স্থানে নিজেদের অভিযান শেষ করেছিল।চলতি ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে লাল হলুদ শিবিরের যা পারফরম্যান্স তাতে করে অতি বড় লাল হলুদ সমর্থক প্রিয় দলের ওপর আস্থা রাখতে গিয়ে মাথার চুলছেঁড়া অবস্থা। ভক্তদের এখন ফের একবার ‘লাস্ট বয়’ শোনার ভ্রুকুটি তাড়া করে বেড়াচ্ছে।