জীবনযুদ্ধে হেরে গেল মাত্র ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা(Aindrila Sharma)। বয়স কম হলেও জীবনযুদ্ধে নেমে কঠোর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে। ২ বার মারণ ক্যানসারে আক্রান্ত হওয়ার পরেও ফিরে এসেছিল ঐন্দ্রিলা। তবে শেষ রক্ষা হল না, মাত্র ২৪ বছর বয়সেই জীবন পথে দাঁড়ি পড়লো।
২০ দিনের লড়াই করেও শেষ রক্ষা হল না। কোনো মিরাকেল হল না। হার মেনে নিল ফাইটার ঐন্দ্রিলা। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক। তার পরেও সিপিআর দিয়ে, ভেন্টিলেশনের প্রেসার বাড়িয়ে ঐন্দ্রিলাকে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা। তবে সকালে ফের ম্যাসিভ হার্ট অ্যাটাক। সবরকম চেষ্টা,লাখ লাখ প্রার্থনা, মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিল ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলার জীবনযুদ্ধ, ইচ্ছাশক্তি, অসম্ভব মনের জোর সবকিছু থেকে যাবে। থেকে যাবে সব্যসাচী-ঐন্দ্রিলার ভালোবাসার নিদর্শন। তবে এতকিছুর মধ্যেও যেটা থাকবে না, সে হল ফাইটার ঐন্দ্রিলা শর্মা।