বাংলা ধারাবাহিক জগতে অনেক ধরনের সিরিয়ালই দেখতে পাওয়া যায়। কিন্তু তার মধ্যে বিশেষ কিছু ধরনের সিরিয়াল কেড়ে নেয় দর্শকদের মন। ইদানিং কালে বাংলা সকল ধরনের সিরিয়ালের মধ্যে সবথেকে বেশি মজাদার এবং হাসি-কান্না- -আবেগ আবার ষড়যন্ত্রতেও ভরপুর বলতেই যে সিরিয়ালের কথা মনে পড়ে তা হল জি বাংলার(Zee Bangla) ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।
বর্তমানে এই সিরিয়ালটি দর্শকদের মধ্যে বহুল জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু, এই লক্ষ্মী কাকিমা ধারাবাহিকেই আসতে চলেছে অবিশ্বাস্য মোড়। সদ্য মুক্তিপ্রাপ্ত লক্ষ্মী কাকিমা ধারাবাহিকের একটি প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে, স্বয়ং লক্ষী কাকীমাই নাকি হয়ে পড়বেন নাকি অন্তঃসত্ত্বা।
ফুল অন এনার্জি লক্ষ্মী কাকিমার এনার্জি নাকি ডাউন হয়ে পড়েছে, এরজন্য ডাক্তার ডাকে এবং ডাক্তার এসে বলে বাড়িতে নাকি নতুন অতিথি আসতে চলেছে। এই ইঙ্গিতের দ্বারাই বোঝা যায় যে, লক্ষ্মী কাকিমা মা হতে চলেছে। এই সিরিয়ালের প্রমো দেখে দর্শকেরা হতবাক হয়ে অতি আগ্রহে অপেক্ষা করছে এই ধারাবাহিকের পরবর্তী পর্বতে কী হতে চলেছে?