ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয় পেয়েছে ATK মোহনবাগান (ATK Mohun bagan)। নর্থইস্টের বিরুদ্ধে এই তিন পয়েন্ট অর্জনের ফলে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পয়েন্ট টেবলে সবুজ মেরুন ব্রিগেড দুনম্বরে।
২-১ গোলে জয়ের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো তিন পয়েন্ট পাওয়াতে খুশি এমন প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন,”এক ঝাঁক সুযোগ হাতছাড়া করেও যদি শেষ পর্যন্ত জয় আসে, তাতে তার কোনও সমস্যা নেই।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার যুবভারতীতে ৩৫ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ATKমোহনবাগান। প্রথম গোলের পর লিড বাড়ানোর সুযোগ কম পায়নি সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু জয় সূচক গোল পাওয়ার আগেই ৮১ মিনিটে হাইল্যান্ডারদের ডিফেন্ডার অ্যারন ইভান্স কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল করতেই স্কোরশিট ১-১ হয়ে যায়। শেষমেশ ৮৯ মিনিটের মাথায় দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ভলিতে অসাধারণ হেডার থেকে শুভাশিস বোসের গোল গঙ্গা পাড়ের ক্লাব দলকে জয় এনে দেয়। ATKমোহনবাগানের পরের খেলা এফসি গোয়ার বিরুদ্ধে ২০ নভেম্বর গোয়াতে।