শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের পাঁচ নম্বর ম্যাচ খেলবে চেন্নাইন এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবির থেকে খারাপ খবর সামনে এলো।
জানা গিয়েছে,ইস্টবেঙ্গল এফসির অধিনায়ক সৌভিক চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে আজকের ম্যাচের জন্য অনিশ্চিত।অন্যদিকে,চেন্নাইন এফসির স্ট্রাইকার কারিকারিও আজকের ম্যাচের জন্য অনিশ্চিত।
প্রসঙ্গত,ইস্টবেঙ্গল ম্যাচের আগে টমাস ব্রডারিকের ছেলেরা ATKমোহনবাগানের ঘরের মাঠ যুবভারতীতে প্রীতম কোটালদের হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে। ফলে চেন্নাইন এফসি দলকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইন। প্রতিপক্ষ দলের শক্তি সামর্থ্যের প্রসঙ্গে কনস্টাটাইন বলেছেন,”কলকাতায় এসে যারা ATK মোহনবাগানকে হারিয়ে গিয়েছে, তাদের সমীহ করতেই হবে। ওদের যথেষ্ট ভাল ভাল খেলোয়াড় আছে। আগেও বলেছি, প্রত্যেক প্রতিপক্ষকেই আমরা শ্রদ্ধা করি। কাল আমরা ঘরের মাঠে তিন পয়েন্টের জন্যই খেলব।”
চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে গিয়ে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে তুমুল কাটাছেড়া করছে লাল হলুদ ভক্তরা। এই আবহে চেন্নাইন এফসির বিরুদ্ধে লাল হলুদ খেলোয়াড়রা তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে পরিষ্কার করে দিয়েছেন ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন।