নভেম্বর-ডিসেম্বর নিয়ে শংকিত মমতা, সরকার পড়বে?

কী হবে নভেম্বর ও ডিসেম্বরে? তৃণমূল কংগ্রেস চিন্তিত মুখ্যমন্ত্রী শংকিত কিছু একটা হতে চলেছে। আর বিরোধী দল বিজেপির দাবি ডিসেম্বরে সরকার পড়ে যাবে। জানা যাচ্ছে,…

Mamata banarjee

কী হবে নভেম্বর ও ডিসেম্বরে? তৃণমূল কংগ্রেস চিন্তিত

মুখ্যমন্ত্রী শংকিত কিছু একটা হতে চলেছে। আর বিরোধী দল বিজেপির দাবি ডিসেম্বরে সরকার পড়ে যাবে। জানা যাচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যে কিছু একটা ঘটতে পারে। তিনি সতর্ক থাকতে বলেছেন।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে,  নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে তিনি অন্যান্য মন্ত্রীদের সতর্ক করেছেন। প্রতিটি ঘটনার উপর মন্ত্রীদের নজর দিতে নির্দেশ দিয়েছেন। জেলায় জেলায় নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী হবে নভেম্বর ও ডিসেম্বরে? তৃণমূল কংগ্রেস চিন্তিত। কারণ, ডিসেম্বর মাসে সরকার পড়বে এমন বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দিয়েছেন। বিজেপির তরফে এমন বার্তার পর মমতা ঘনিষ্ঠ মহলে উদ্বেগ জানিয়েছেন বলেই জানা যাচ্ছে।

একের পর এক দুর্নীতিতে জর্জরিত সরকার। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক জেলে। হেভিওয়েট নেতা জেলে। কোটি কোটি কালো টাকা উদ্ধার হয়েছে। ইডি ও সিবিআই তদন্ত চলছে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি শিক্ষা দুর্নীতিতে আরও অনেক নেতা ও মন্ত্রী জেলে যাবেন ডিসেম্বর মাসে। তখন সরকার চালাবে কে?  এমনিতেই সরকার পড়ে যাবে। 

সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কটাক্ষ, কালীঘাটে তদন্তকারীরা গেলেই সব রহস্যের সমাধান হবে।

মুখ্যমন্ত্রীর আশঙ্কার পর নবান্ন জুড়ে শুরু ফিসফাস। এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় তৃ়ণমূল কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।