আপনারঅ্যাকাউন্টে এখন কত টাকা আছে? যত টাকাই থাকুক না কেন, তা এখন থেকে সামলে রাখুন। রাজা চন্দ্রের পরবর্তী সিনেমা “সেভিংস অ্যাকাউন্ট” আসতে চলেছে খুব শীঘ্রই। এই সিনেমার প্রথম পোস্টের মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে টলিউড (TOLLYWOOD) অভিনেতা অঙ্কুশ হাজরা ও সায়ন্তিকা ব্যানার্জিকে। ইতিমধ্যেই জানতে পারা গেছে এই মাসের কুড়ি তারিখে সিনেমাটির প্রথম প্রিমিয়ার মুক্তি পাবে। পোস্টার এবং এই সিনেমার নামের দ্বারা বুঝতে পারা যাচ্ছে, পরিচালক রাজার নতুন কিছু চমক আনতে চলেছে দর্শকদের জন্য।
বেশ কিছুদিন হল অঙ্কুশ অভিনীত আরও একটি সিনেমা ‘ ওগো বিদেশিনী’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আদ্যপ্রান্ত মা ছেলে সম্পর্কে সমীকরণ এবং সেই ছেলের সাথে কোনো বিদেশিনী প্রেমের সম্পর্ক- এই দুই সম্পর্কের গল্প নিয়েই তৈরি হয়েছে ওগো বিদেশিনী। অঙ্কুশের এই সিনেমাও মিশ্র ফলাফল লাভ করেছে দর্শকদের কাছ থেকে। তাই সেটিংস অ্যাকাউন্টের পরিচালকসহ প্রযোজকগণ এমনকি কলাকুশলিরাও বেশ আশাবাদী এই সিনেমা নিয়ে। এবার দেখার জিনিস এটাই যে, ‘সেভিংস অ্যাকাউন্ট’ সিনেমাপ্রেমীদের মনে কতটা সেভ হয়ে থাকতে পারে।
https://www.instagram.com/p/CkP8MsCy_Da/?utm_source=ig_web_copy_link