Weather: হালকা শীতের আমেজ থাকলেও এখনই শীত পরছে না, কি বলছে আবহাওয়া দফতর 

চলতি বছর দূরে প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়েনি। এমন কি কোন উৎসবও আবহাওয়ার প্রতিকূলতা ছাড়া কাটেনি। দুর্গাপূজো,কালীপুজো কাটিয়ে আজ ভাইফোঁটা। ঘরে ঘরে পালিত হচ্ছে এই আনন্দ…

Weather: হালকা শীতের আমেজ থাকলেও এখনই শীত পরছে না, কি বলছে আবহাওয়া দফতর 

চলতি বছর দূরে প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়েনি। এমন কি কোন উৎসবও আবহাওয়ার প্রতিকূলতা ছাড়া কাটেনি। দুর্গাপূজো,কালীপুজো কাটিয়ে আজ ভাইফোঁটা। ঘরে ঘরে পালিত হচ্ছে এই আনন্দ উৎসব। আজকের এই দিনে কেমন থাকবে আবহাওয়া(Weather)? 

আজ সকালে একটু ঠান্ডা ভাব অনুভূত হলেও আকাশ রয়েছে একেবারেই পরিষ্কার। সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ। আজ বৃষ্টির কোন সম্ভাবনা নেই বঙ্গে। মোটের ওপর মহা আনন্দে কোন প্রাকৃতিক প্রতিকূলতা ছাড়াই আজকের দিনটি কাটবে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি। পারা পতন হবে রাতের দিকে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisements

দক্ষিণবঙ্গে কোন জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাতাসের আদ্রতা ক্রমেই কমছে যার ফলে আবহাওয়া শুষ্ক থাকবেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সকালের দিকে বেশ কয়েকদিন যাবৎ শীতের অনুভূতি মিলছে দক্ষিণবঙ্গে তবে এটাই শীতের সূচনা নয়। বরং নভেম্বরে দ্বিতীয় সপ্তাহের আগে কোনমতেই বঙ্গে শীত পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার মত বেশ কিছু জেলাতে হালকা এক পশলা বৃষ্টি হতে পারে আজ তবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েক দিন উত্তরভাগে বিভিন্ন জেলাতেও আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।