I-League টুর্নামেন্ট নিয়ে বড় আপডেট দিল AIFF

আইলিগ (I-League) ২০২২-২৩ মরসুম শুরু হতে চলেছে আগামী নভেম্বরের ১২ তারিখ থেকে। বারো দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। Advertisements এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে…

National Games: Bengal defeated Gujarat in football

আইলিগ (I-League) ২০২২-২৩ মরসুম শুরু হতে চলেছে আগামী নভেম্বরের ১২ তারিখ থেকে। বারো দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে।

Advertisements

এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে আই-লীগের ফিক্সচার ঘোষণা করা না হলেও টুর্নামেন্ট হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে হবে। জানা গিয়েছে,আইলিগে অংশ নিতে চলা ৬ টা ক্লাবের পরিকাঠামোগত অসুবিধা থাকার জন্য এবং ম্যাচ ভেন্যু ঠিক করা নিয়ে সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য আইলিগের ক্রীড়াসূচি এখনও সামনে আসেনি।

Advertisements
   

এছাড়াও আইলিগের ক্রীড়াসূচি সামনে না আসার কারণ হিসেবে এও জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) আইলিগের অফিসিয়াল সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনাতে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। এই সমস্ত কারণেই এখনও পর্যন্ত ২০২২-২৩ আইলিগ মরসুমের ক্রীড়াসূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করতে পারছে না AIFF।