Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে বললে চোখ উপড়ে ফেলব: ইদ্রিস আলি

চোখের চিকিৎসার জন্য আমেরিকায় আছেন তৃ়ণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ যা নিয়ে বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে৷ এবার অভিষেকের…

Idris Ali

চোখের চিকিৎসার জন্য আমেরিকায় আছেন তৃ়ণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ যা নিয়ে বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে৷ এবার অভিষেকের বিরুদ্ধে মন্তব্য করায় চোখ উপড়ে ফেলার হুমকি দিলেল তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি৷

রবিবার ভগবানগোলায় তৃণমূল কার্যালয়ে ইদ্রিস আলির উদ্যোগে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেন তৃণমূল কর্মীরা।সেখানেই তৃণমূল বিধায়ক বলেন, মানুষের বিপদ নিয়েও বিরোধীরা সমালোচনা করছে। বিজেপি-সহ বিরোধীরা এতটাই নির্লজ্জ। তাদের বলি ঠাট্টা, তাচ্ছিল্যের সীমা আছে। মানুষের চোখ চলে যাওয়া নিয়েও ঠাট্টা করা হচ্ছে। চোখ নিয়ে অভিষেকের ব্যাপারে যদি দ্বিতীয়বার কোনও সমালোচনা করা হয়, ঠাট্টা, তামাশা করা হয় প্রয়োজনে তার চোখটা উপড়ে নিতে বাধ্য হব।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে বিরাট দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু চোখের কাছে আঘাত পান তিনি৷ গত ছয় বছর ধরে একাধিক অপারেশনের পরেও জট কাটছে না৷ এই মুহুর্তে আমেরিকায় অপারেশনের জন্য রয়েছেন তিনি৷

এখনও অভিষেকের নানা অসুবিধা রয়েছে। মাথা ধরছে, পড়তে গেলে অসুবিধা হচ্ছে, অন্যান্য সমস্যা আছে চোখের জন্য। তাই আজ আমরা জাতি ধর্ম জনমত নির্বিশেষে সকলে কামনা করব উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

Advertisements

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা নিয়ে সরব হয়েছেন বিজেপির একাংশ। অভিষেক কোন শহরে কোন হাসপাতালে কোন চিকিৎসকের কাছে চোখের অপারেশন করালেন? তা আরটিআই করে জানতে চান বিজেপি নেতা তথাগত রায়। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এর পর ইদ্রিসের হুমকি এসেছে।

অভিষেকের চোখের সমস্যা নিয়ে বারবার উদ্বিগ্ন প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সময় ধরে অপারেশনের পর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন মুখ্যমন্ত্রী।