No chaap challenge: “নো চাপ” এ কোন চাপ নেন না অম্বরিশ

বাঙালির কাছে শীতকাল মানেই প্রচুর খাওয়া- দাওয়া, হই-হুল্লোড়, আনন্দ এবং তার সাথে জমিয়ে সিনেমা দেখা। চলতি বছরের আসন্ন শীতকালে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালনায় তৈরী…

বাঙালির কাছে শীতকাল মানেই প্রচুর খাওয়া- দাওয়া, হই-হুল্লোড়, আনন্দ এবং তার সাথে জমিয়ে সিনেমা দেখা। চলতি বছরের আসন্ন শীতকালে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালনায় তৈরী ‘হামি ২’ মুক্তি পেতে চলেছে পেক্ষাগৃহে। এর আগে ২০১৮ সালে এই পরিচালক জুটির তৈরী ‘হামি’ প্রকাশ পেয়েছিল, যা আজও সর্বসাধারণের কাছে বহুল জনপ্রিয় হয়ে রয়েছে। প্রসঙ্গত বলা যায় এই পরিচালক জুটির সিনেমা হয় অনেকটা বাস্তব কেন্দ্রিক তাই সাধারণ মানুষ থেকে উচ্চপদস্থ যেকোনো ব্যক্তির কাছেই সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। এই সিনেমার ট্রেলার প্রকাশের সাথে সাথে শিবু-নন্দিতা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দর্শকদের মাঝে। তা হল, “#নো চাপ” চ্যালেঞ্জ (No chaap challenge)।

https://www.instagram.com/reel/CjpEsoGroIm/?igshid=NDRkN2NkYzU=

   

এই চ্যালেঞ্জের মাধ্যমে আমজনতা থেকে শুরু করে যেকোনো বিশেষ ব্যক্তি তারা তাদের কোন বিষয়ে কোনো চাপ নেয়ে না তাই মন খোলসা করে বলা, এটাই চ্যালেঞ্জ। আর এই চ্যানেলটি সম্মুখীন হয়েছেন ছোট এবং বর্বরতার সমতালে অভিনয় করা অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। 

Instagram এর একটি ছোট ভিডিওতে তাকে বলতে দেখা যাচ্ছে, ” অনেকেই অনেকক্ষেত্রে লজ্জা পান ইংরেজি ভাষা না বলতে পারায়, কিন্তু এক্ষেত্রে আমার নো চাপ। কারণ আমি মনে করি আমার মাতৃভাষা বাংলাটা অত্যন্ত ভালো করে বলতে জানি। সেক্ষেত্রে ইংরেজি না বলতে পারার ক্ষেত্রে নো চাপ”- এই বলে তিনি তার নো চাপ চ্যালেঞ্জটি সম্পন্ন করেছেন।